প্রকাশিত: Fri, Dec 9, 2022 6:00 PM
আপডেট: Tue, Jul 1, 2025 8:39 PM

হিমাচল প্রদেশে ৬৮ সদস্যের বিধানসভায় একমাত্র মহিলা!

ইমরুল শাহেদ: হিমাচল প্রদেশ নির্বাচনে সদ্য জয় পেয়েছে কংগ্রেস। ৬৮ জন জয়ী বিধায়ককে নিয়ে গড়া হয়েছে নতুন বিধানসভা। কিন্তু এতজনের মধ্যে মহিলা মাত্র এক জন। তিনি বিজেপির প্রতিনিধি রীনা কাশ্যপ। গোটা রাজ্য থেকে নির্বাচনে লড়েছিলেন মোট ২৪ জন মহিলা প্রার্থী। বিজেপি, আপ এবং কংগ্রেস টিকিট দিয়েছিল যথাক্রমে ৬ জন, ৫ জন ও ৩ জন মহিলাকে। সকলের মধ্য থেকে মাত্র একজনের জয় পাওয়ার ঘটনায় বিস্মিত রাজনৈতিক মহল। প্রশ্ন উঠেছে, এ কি নিছকই কাকতালীয়, নাকি হিমাচল  প্রদেশের বেশিরভাগ ভোটারের পুরুষতান্ত্রিক মানসিকতারই ছাপ পড়েছে ভোটের ফলাফলে! দি ওয়াল

এবছর হিমাচল নির্বাচনে মহিলাপ্রার্থীদের মধ্যে ছিল বেশ কিছু উল্লেখযোগ্য নাম। কাংরার শাহপুর কেন্দ্রের সার্বীনা চৌধুরি তাদের একজন। তিনি চার বারের জয়ী এমএলএ এবং সামাজিক বিচার ও শক্তি মন্ত্রী। ডালহৌসির সিনিয়র কংগ্রেস নেত্রী, ৬ বারের জয়ী এমএলএ আশা কুমারীর দিকেও ছিল বিশেষ নজর। কংগ্রেসের এর এক সিনিয়র নেত্রী কৌল সিংয়ের মেয়ে চম্পা ঠাকুরও মান্ডি থেকে লড়েছিলেন নির্বাচনে। সম্পাদনা: খালিদ আহমেদ